The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫

বিপিএলে টানা ১৭ হারের পরও চাঙা আছেন সুজন

ডেস্ক রিপোর্ট: গত বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দুর্দান্ত ঢাকা। এবার নাম পরিবর্তন করে হয়েছে ঢাকা ক্যাপিটালস। নামে পরিবর্তন এলেও পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসেনি রাজধানীর দলটির। গতবারের মতো এবারের আসরেও ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। দুই আসর মিলিয়ে টানা ১৭ ম্যাচ হেরেছেন তিনি।

চলমান বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে ঢাকা। তবে একটা ম্যাচও জিততে পারেননি তারা। দল হারের বৃত্তে ঘুরপাক খেলেও চাঙা আছেন কোচ সুজন। এমনটা জানিয়েছেন ঢাকার ব্যাটার মুনিম শাহরিয়ার।

টানা হারের পর সুজন মানসিকভাবে শক্ত আছেন জানিয়ে মুনিম বলেন, ‘স্যার (সুজন) আসলে মানসিকভাবে কখনোই ডাউন হন না। মানুষের জীবনে এরকম হতেই পারে। আর আমরা মাঠে খারাপ খেলছি দেখেই উনি হেরেছেন। তার আসলে এখানে করার কিছু নেই। উনি পরিকল্পনা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত আসলে হচ্ছে না। উনি (সুজন) মানুষ হিসেবে কিছুটা হতাশ হতেই পারেন। আমার মনে হয় না সেটা উনি আমাদের উপরে আসতে দেন। উনি আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করছেন, যথেষ্ট পরিমাণ নির্দেশনা দিচ্ছেন, পরিকল্পনা দিচ্ছেন।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.