The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫

বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, পাওয়া যাবে যেভাবে

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিটের মূল্য নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ঘটল। বিপিএল শুরুর মাত্র এক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় টিকিটমূল্য ও ক্রয়পদ্ধতি প্রকাশ করেছে।

ক্রিকেটভক্তদের মাঝে উন্মাদনা শুরু হয়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনে। সকাল থেকেই অনেকেই ভিড় জমিয়েছেন সেখানে। তবে হতাশার বিষয় ছিল—এতদিন টিকিটের কোনো ঘোষণা না আসায় অনেকেই চিন্তিত ছিলেন। বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি টিকিট বিক্রি শুরু হবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। উদ্বোধনী দিন, অর্থাৎ আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্তও সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে।

যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে চান, তারা বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন।

বিভিন্ন ক্যাটাগরির বিপিএল টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার এবং আপার): ২০০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১০০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা

ক্লাব হাউস নর্থ এবং সাউথ (শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা

সাউদার্ন এবং নর্দান গ্যালারি: ৩০০ টাকা

ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা

জিরো ওয়েস্ট জোন (ক্লাব হাউস সাউথ): ৬০০ টাকায় ৩০০টি আসন।

যেসব শাখায় পাওয়া যাবে টিকিট

এছাড়াও মধুমতি ব্যাংকের কয়েকটি নির্ধারিত শাখায় সরাসরি টিকিট কেনা যাবে:

১. মিরপুর শাখা (মিরপুর ১১)

২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)

৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)

৪. গুলশান শাখা (গুলশান ১ ও ২-এর মাঝামাঝি)

৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)

৬. কামরাঙ্গীর চর শাখা

৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

You might also like
Leave A Reply

Your email address will not be published.