বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পাঁচ দিন ব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই ) বিনা’র সম্মেলন কক্ষে বার্ষিক গবেষণা পর্যালোচনার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিনার বিভিন্ন গবেষণা নিজ বিভাগের বিজ্ঞানীরা তাদের আগামী পরিকল্পনা বিশেষজ্ঞদের সামনে তুলে ধরেন ।
৫দিন ব্যাপী বার্ষিক গবেষণা পরিকল্পনার মূল্যায়নে ১৫০ জন বিজ্ঞানী বিভিন্ন সেশনে উপস্থিত ছিলেন। এছাড়াও ২৫ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী শিক্ষক এক্সপার্ট হিসাবে উপস্থিত ছিলেন। বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে বিনার আগামী এক বৎসরের কর্ম পরিকল্পনা ঠিক করা হয়।
গত মঙ্গলবার বিনা’র সম্মেলন কক্ষে বার্ষিক গবেষণা পর্যালোচনার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিনা’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয় গবেষণা শাখা এর যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন।