গত সোমবার তুরস্কে ভুমিকম্প পরবর্তী সৃষ্ট মহা সংকটে এবার সাহায্যের হাত প্রসারিত করলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
জানা গেছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের আগ্রহ ও নের্দেশোনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তহবিল সংগ্রহ করে তুরস্কের তীব্র শীতে ব্যবহার উপযোগী সামগ্রী ক্রয় করে ঢাকাস্থ তুর্কী দূতাবাসের অধীনে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (TIKA) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ এ সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। মানবিক এ সহায়তার মধ্যে রয়েছে শীতের জামা কাপড় ও চিকিৎসা সামগ্রী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব আবু জুবায়ের এ সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।