বিতর্কমুক্ত কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল পরবর্তী সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যারা কোনও বিতর্কে জড়াননি, ক্লিন ইমেজ, কলেজের ছাত্র; চুরি-ছিনতাইয়ের অভিযোগ নেই, ক্যাম্পাসে পরিচিত মুখ, ছাত্রসমাজে গ্রহণযোগ্যতা রয়েছে, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন- এমন ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্ব চাই আমরা। কোনও বহিরাগত-অছাত্রদের দিয়ে কমিটি করা হলে, সেটা আমরা মেনে নেবো না।
এসময় সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ বলেন, কোনও অছাত্র, বহিরাগত কিংবা বিতর্কিতদের দিয়ে কমিটি করা হলে তা আমরা মানবো না। এক্ষেত্রে পরবর্তীতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হলে তার সব দায় দায়িত্ব জয়-লেখককে নিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ, মানিক চৌধুরী, রুবেল হোসেন। সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজি লাবু, সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক মো. জিহাদ, সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফ, সাবেক উপ সম্পাদক মো. সোহাগ খান, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, মোঃ রায়হান উদ্দিন সহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।