ডেস্ক রিপোর্ট: বিডিআর হত্যাকাণ্ডের বিচারে গড়িমসিকে সন্দেহের চোখে দেখেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে গড়িমসিকে আমি সন্দেহের চোখে দেখি।’
জানা যায়, দুটি মামলা বিচারাধীন আপাতত বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাইকোর্টকে আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে এ কথা জানিয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।