The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বিড়ালকে ‘ডক্টর অব লিটার-এচার’ ডিগ্রি দিলো মার্কিন বিশ্ববিদ্যালয়

তার পুরো নাম ম্যাক্স ডাও। ম্যাক্স নামের পুরুষরা নোবেল পুরস্কার, সেরা অভিনয়ের জন্য অস্কার আবার কখনো বা ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাক্স নামের একটি বিড়াল সেই তালিকায় ঢুকে পড়লো।

‘লিটার-এচার’-এ ডক্টরেট অর্জন করেছে সবার প্রিয় বাদামি রঙের এই বিড়ালটি। সে কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকে। প্রায় সময় আবাসিক হল ও ক্যাম্পাসের বিভাগগুলোতে ঘুরে বেড়ায়। শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গ পছন্দ করে। তাদের সঙ্গে খেলে, আদর করলে কোলে ওঠে। সে ক্যাম্পাস ট্যুরসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেয়, এমনকি সেলফির জন্য পোজও দেয়। শুধু তাই নয়, ম্যাক্স একজন দক্ষ ইঁদুর শিকারী।

সবার প্রিয় ম্যাক্সকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটার-এচার’ ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস।
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছে, অনেক বছর ধরেই ক্যাসেলটন পরিবারের আদরের সদস্য ম্যাক্স। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ক্যাম্পাসের প্রবেশদ্বারের কাছাকাছি একটি পরিবারের সঙ্গে বাস করে জনপ্রিয় এই বিড়ালটি।

এ প্রসঙ্গে বিড়ালের মালিক অ্যাশলে ডাও জানান, ম্যাক্স ক্যাম্পাসে যেত এবং কলেজের ছাত্রদের সঙ্গে মজা করতো। আর শিক্ষার্থীরাও বিড়ালটিকে বেশ ভালোবাসে। ম্যাক্স সম্পর্কে তিনি আরও বলেন, চার বছরে ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে উঠেছে ম্যাক্স। ম্যাক্স ডাও ভার্মন্ট স্টেটের স্নাতক অনুষ্ঠানে অংশ না নিলেও স্কুল তার ডিগ্রী তার মালিকের কাছে শীঘ্রই পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে।

ফেয়ার হ্যাভেনের ভার্মন্ট শহরে ঘুরে বেড়ানো একটি ছোট্ট বিড়ালছানা থেকে আজ ডক্টরেট হয়ে উঠেছে ম্যাক্স ডাও। যদিও ম্যাক্সের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্থানীয় প্রাণীরা ততটা ‘খুশি’ হয়নি। আশপাশের বন্য বিড়ালরা তাকে আক্রমণ করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সদস্যরা তাকে বরাবর রক্ষা করার চেষ্টা করে গেছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

You might also like
Leave A Reply

Your email address will not be published.