চীনে অন্তর্বাসের অনলাইন বিজ্ঞাপনে নারীদের মডেলিংয়ে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তাতে কি দেশটির ফ্যাশন কোম্পানিগুলো বিকল্প উপায়ও বের করে ফেলেছে খুব সহজে। এনখ থেকে নারীদের পোশাকে মডেলিং করতে দেখা যাচ্ছে পুরুষ মডেলদের। যা সামাজিক মাধ্যমে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে।
শি জিনপিংয়ের দেশে নারীদের অনলাইনে অন্তর্বাস পরে মডেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বহুদিন ধরেই। অনলাইনের মাধ্যমে যাতে দেশে অশালীন কোনো বিষয় ছড়িয়ে না পড়ে, সে কারণেই আইন এনে এ মডেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যা মানতে বর্তমানে কড়াকড়ি চলছে।
শুরুতে এমন আইনের ফলে খুব সমস্যায় পড়ে যায় অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থাগুলো। তাই অনলাইন বিজ্ঞাপনের জন্য পুরুষ মডেলদেরই দ্বারস্থ হয় তারা। অর্থের বিনিময়ে বিজ্ঞাপনে মডেলিং করতে রাজিও হয়ে যান পুরুষ মডেলরা। চীনা লাইভস্ট্রিম ফ্যাশন কোম্পানির জন্য টাইট ফিটিং অন্তর্বাস থেকে লেস-ট্রিমড নাইটগাউন পরেও মডেলিং করতে দেখা যাচ্ছে পুরুষদের। আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে দ্রুতগতিতে!
পুরুষ মডেলদের এমন সাজে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, এমন সিদ্ধান্ত লিঙ্গবৈষম্যকে প্রকট করে তোলে। যা মেনে নেওয়া ঠিক হবে না। অনেকে আবার বলছেন, এভাবেই নারীদের কাজ ছিনিয়ে নিচ্ছেন পুরুষরা। তবে কোম্পানিগুলোর যুক্তি, এক্ষেত্রে তাদের হাত-পা বাঁধা। যেহেতু নিয়ম অনুযায়ী নারীরা এসব বিজ্ঞাপন করতে পারবেন না, সেই কারণেই পুরুষদের দিয়ে তা করানো হচ্ছে।