সোশ্যাল মিডিয়াগুলো দিনে দিনে যতটা জনপ্রিয় হয়েছে, এতে থাকা বিজ্ঞাপনগুলো তেমনি ব্যবহারকারীদের জন্য ততটাই বিরক্তির কারণ হয়েছে। আর তাই বিজ্ঞাপন নিয়ে নতুন নীতি নিয়ে সামনে হাজির হয়েছেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারের প্রধান ইলন মাস্ক।
শনিবার (২১ জানুয়ারি) একাধিক টুইট বার্তায় তিনি বিজ্ঞাপনের মাত্রা কমিয়ে দেখানোসহ বিজ্ঞাপন মুক্ত অ্যাকাউন্টের কথা ঘোষণা করেছেন ইলন মাস্ক। বার্তাসংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে টুইটার ব্যবহারকারীদের বিজ্ঞাপন-মুক্ত অভিজ্ঞতা (বিজ্ঞাপন মুক্ত টুইটার) দেওয়ার পরিকল্পনা করছেন টুইটার প্রধান ইলন মাস্ক। তবে এর জন্য ব্যবহারকারীদের টুইটার সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে।
গত অক্টোবরে মালিকানা মাস্কের হাতে যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ার এই জায়ান্ট প্লাটফর্মটি বড় ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার মধ্যেই এই ঘোষণাটি সামনে এলো।
শনিবার এক টুইট বার্তায় ইলন মাস্ক লিখেছেন, ‘টুইটারে আসা বিজ্ঞাপনগুলো কখনও কখনও খুব দীর্ঘ হয়। যা ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আগামী দিনে সেগুলোর সমাধান করা হবে।’