The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ২০২২-২৩ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৪টি বিভাগের মোট ১৭ জন শিক্ষার্থী।

৪টি বিভাগের মধ্য রসায়ন বিভাগ থেকে সর্বোচ্চ ৮জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন, বাকিরা হচ্ছেন গণিত বিভাগ থেকে ২জন, পদার্থ বিজ্ঞান থেকে ৪জন, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে ৩জনসহ মোট ১৭জন। মনোনীত সবাই গবেষণার জন্য ৫৪০০০ টাকা করে বরাদ্দ পাবেন।

পাবলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত মাস্টার্স, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই অনুদান পাচ্ছেন তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ গবেষণা অনুদানগুলোর একটি এই ফেলোশিপ। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়। এগুলো হলো- (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি, (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.