চবি প্রতিনিধি: ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আন্তঃ থানা শাখা শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছে ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধন করেন চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম।
এ সময়ে সভাপতি নাহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছি। আন্তঃ উপশাখা পর্যায়ের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। আজ আন্তঃথানা শাখার টুর্নামেন্ট শুরু হয়েছে। আমরা সবাই খুবই উৎফুল্লভাবে বিজয় দিবস উদযাপন করছি। আমাদের আরও কর্মসূচি রয়েছে, চট্টগ্রাম মহানগরে র্যালি ইতিমধ্যে সম্পন্ন করেছি, শীতবস্ত্র বিতরণ, দরিদ্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি রয়েছে। আমরা ২৪ এবং ৭১ কে ধারণ করেই এই বিজয় দিবসে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি।
ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এই টুর্নামেন্টে সংগঠনটিী ২৮টি সাংগঠনিক থানা শাখা ২৮টি টিম হিসেবে অংশগ্রহন করেছে। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার (২২ ডিসেম্বর)।