হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্ল্যানচেট বিতর্কের আয়োজন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে দেশাত্ত্ববোধক গান, নাচ অভিনয় ও ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্ল্যানচেট বিতর্কের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও পারফরমেন্স করেন।
এর আগে সকাল সাড়ে দশটায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহিদমিনারে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ ও একটি বিজয় র্যালির আয়োজন করেন।