মহান বিজয় দিবস উপলক্ষে ঢাবি ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। বিশেষ এই দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের সড়ক, উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), প্রশাসনিক ভবনসহ কয়েকটি ভবন লাল, সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও ক্যাম্পাসকে সাজানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সবচেয়ে বেশি। এই দিনটিকে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার বিশেষভাবে ও শ্রদ্ধার সাথে পালন করি। এ উপলক্ষে নানান কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
মহান বিজয় দিবস উদযাপন ও বিজয়ের ৫১ বছর পূর্তির উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।