The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫

বিচার বিভাগ-প্রশাসনে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে মানুষের অধিকার মিলবে: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে দেশের মানুষ তাদের সত্যিকারের অধিকার ফিরে পাবে। এ দুই বিভাগের সাথে দেশের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা রয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানরা অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করেন। দুই সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এই দুই সংস্কার কমিশনের রিপোর্ট থেকে অতীতের নতজানু হওয়ার অভিজ্ঞতা থেকে মুক্তি পাবে দেশের মানুষ। হেনস্তা, অবমান , অবজ্ঞা ও অবমাননা থেকেও মুক্তি পাবে। তাদের সত্যিকারের অধিকার ফিরে পাবে।

কমিশন প্রধানসহ সদস্যদের কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জনগণ, সিভিল সোসাইটি সংগঠন ও রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরবে।

এই প্রতিবেদন ভবিষ্যত প্রজন্মের জন্য দলিল হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, সংস্কার করা সম্ভব হয়নি বা করা যায়নি কেন তা নিয়ে ভবিষ্যত প্রজন্মের জানতে চাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া, কমিশনের প্রতিবেদন বিশ্ব দরবারে তুলে ধরতে এর ইংরেজি অনুবাদ করা দরকার। এটা যেমন আমাদের জাতীয় সম্পদ, তেমনি পৃথিবীর সম্পদ বলেও জানান তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.