ডেস্ক রিপোর্ট: ২৪-এর গণহত্যার বিচারের জন্য শহীদদের লাশ কবর থেকে কেন তুলতে হবে-এমন প্রশ্ন রেখেছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার(১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।
সারজিস আলম তার পোস্টে বলেছেন, ‘শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে তাহলে ২৪-এর গণহত্যার বিচারের জন্য শহীদ হওয়া ভাই-বোনদের লাশ কবর থেকে কেন তুলতে হবে?’
প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হওয়া অনেকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে কয়েকজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে।