কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত বিক্রমপুর-মুন্সিগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ভ্রাতৃত্বের বন্ধন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে । এতে সভাপতি হয়েছে লোকপ্রশাসন বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী রোকেয়া আক্তার এবং সাধারণ সম্পাদক ১৩তম আবর্তনের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বাধন।
বুধবার (১৫ মার্চ) উপদেষ্টা বিমুছাপ প্রভাষক, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মিশকাত জাহান, সদ্য বিদায়ী সভাপতি (ভারপ্রাপ্ত) সৌরভ তাবরিজি, সাধারণ সম্পাদক মোঃ মুন্তাসির আহমেদ হৃদয়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আবু রায়হান, রাকিব রানা ও সানিয়া আক্তার নূর। যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান। সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাসান ও মোঃ সাব্বির হোসেন।
তাছাড়া কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম। দপ্তর সম্পাদক মোঃ নাহিদ হোসেন। উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রাহমান। অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরিফ। উপ-অর্থ বিষয়ক সম্পাদক সোহান তালুকদার। ছাত্রী বিষয়ক সম্পাদক নূর নাহার হক। উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার।
এছাড়া কমিটিতে সহ সম্পাদক হিসেবে আছেন সাব্বির সিয়াম প্রধান, মোঃ জাহিদ ও সাব্বির।
উল্লেখ্য, আগামী এক বছরের জন্য উক্ত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।