রাজধানীর এভারকেয়ার হাসাপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি হাসপাতাল ত্যাগ করবেন বলে জানা গেছে।
এভারকেয়ার হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই তাকে বাসায় নিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা জানান চিকিৎসকরা।
জানা গেছে, এভার কেয়ার হাসপাতালে গত জানুয়ারিতে করোনা এবং ওমিক্রন সংক্রমণের টেস্টে তিন শতাধিক আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই বিষয়টি খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড বিবেচনায় নিয়ে তাকে বাসায় চিকিৎসার সিদ্ধান্ত দিয়েছে।
এদিকে, এভার কেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ড আজ বিকেলে হাসপাতালের ১১তলায় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।
গত ১৩ নভেম্বর খালেদা জিয়া লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিবিড় চিকিৎসার জন্য ১৩ নভেম্বর ভর্তির পরপরই সিসিইউতে নিয়ে যায়। দীর্ঘ দুই মাস পর সেখানে চিকিৎসার পর গত ১০ জানুয়ারি খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়।