The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪

বিইউপির ত্রানবাহী ট্রাক ভয়াবহ দুর্ঘটনার শিকার

সাদিকুর রহমান সাদি: বিইউপি (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস) এর জনপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণের উদ্দেশ্যে আজ ভোরে ফেনীর সোনাগাজীর উদ্দেশ্যে রওনা দেওয়া ত্রানবাহী ট্রাকটি চৌদ্দগ্রামে বিপরীত মুখী অন্য আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয়। এতে কয়েকজন শিক্ষার্থী এবং একজন ফ্যাকাল্টি আহত হয়, পরবর্তীতে তাদেরকে কুমিল্লা সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে তাদের মধ্যে গুরুতর আহত শিক্ষার্থী এহসানুল হককে উন্নত চিকিৎসার জন্য সামরিক হেলিকপ্টার যোগে কুমিল্লা সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচ এ নেয়া হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় সকাল থেকেই লাইফ সাপোর্টে আছেন।

হেলিকপ্টারটি ১২:৩০ ঘটিকায় উড্ডয়ন করে এবং অতিদ্রুত সময়ের মধ্যে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে।

দুর্ঘটনায় আহত অন্যান্য শিক্ষার্থীরা হলেন,
মেহেরাজ (২০২০-২০২১), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।
মারুফ (২০২২-২০২৩), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।
হৃদয় (২০২০-২০২১), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।

এ সকল শিক্ষার্থীরা শঙ্কামুক্ত, তবে ডাক্তারদের নিবিড় র্পর্যবেক্ষনে আছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.