The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪

বাসে জাবি ছাত্রী হেনস্তা, প্রতিবাদে ১১ বাস আটক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে টিউশন শেষে সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩০৭৪) হেলপার কর্তৃক হেনস্তার শিকার হন বলে জানান ওই শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হয়ে রাতে ঠিকানা পরিবহনের ১১টি আটক করেন তার সহপাঠীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগপত্রে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি আনুমানিক রাত ৮টার দিকে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের এক বাসে ওঠার সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। এর পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলে বলে ‘আমি ইচ্ছাকৃত এ কাজ করিনি।’ এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, ‘ইতোমধ্যে অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.