খুবি প্রতিনিধি:
শত বছরে শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতাে দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খােলা। কে রােধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাপিয়ে কবি শােনালেন তাঁর অমর কবিতাখানি।
“ঐতিহাসিক ৭ই মার্চ: বঙ্গবন্ধু ও স্বাধীনতা” প্রসঙ্গে রচনা প্রতিযোগিতার আয়োজন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের “বায়স্কোপ”। উক্ত প্রতিযোগিতার পুরস্কার ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রদান করা হয়।
উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থিরা আংশগ্রহন করেন, এ থেকে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়ে। প্রথম স্থান অধিকার করেন শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজিয়া মাহিন মিথী, দ্বিতীয় স্থান অর্জন করেন ঋতবৃতা দে রায়া ইংরেজি ডিসিপ্লিন এবং তৃতীয় স্থান অধিকার করেন সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থি অমিত দাস।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন,কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. রুবেল আনছার,বায়স্কোপের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. দুলাল হোসেন ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ।
আলকামা রমিন/