২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল করা হয়েছে। যারা ২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়েছেন, তাদের ই-মেইলে বাতিলের খবর জানানো হয়েছে। ফেলোশিপে যাওয়া অনেকেই সেই মেইল পেয়েছেন বলে সংবাদমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এছড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানিয়েছে প্রথম আলো।
প্রতিবেদনে বলা হয়, ফেলোশিপ পেয়ে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার অপেক্ষায় আছেন, তারা বিপাকে পড়েছেন। কারণ, ভিসা আবেদন, কাগজপত্র গোছানোসহ নানা কাজ এগিয়ে রেখেছেন অনেকে। কেউ কেউ ভিসাও পেয়েছেন। যারা ভিসা পেয়েছেন, তাদের অনেকেরই সেপ্টেম্বর মাসে পড়তে যাওয়ার কথা। এ জন্য আনুষঙ্গিক সব প্রস্তুতিও শেষ। তারা বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। কারণ, তাদের ঠিক কী করতে হবে, তা তারা জানেন না।
এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ বলেন, “এটা শুধু বাতিল করা হয়েছে, পরবর্তী করণীয় কী হবে, তা ঠিক করা হবে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।”