বাঙলা কলেজ প্রতিনিধি : ‘সিঙ্গেল শক্তি, সিঙ্গেল মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের সিঙ্গেল সোসাইটির সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ আতিকুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মাহফুজুর রহমান শাকিল, সাধারণ সম্পাদক শ্রাবণী কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে ইসবাব ইমতিয়াজ সভাপতি , গাজী মোমেনুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
উক্ত কমিটিতে বাহাউদ্দিন বাহার, শাহিদুল ইসলাম শাহেদ, জাফর ইকবাল, মুজিবুর রহমান মিঠু, মাহফুজুর রহমান সরকার, হুমায়ুন কবির এবং আরিয়ান হৃদয়কে উপদেষ্টা, এম এ কাইয়ূম, আসিফ আলমগীর সায়ন, তৌহিদ তানভীর, মশিউর রহমান সজীব, মোঃ অভি রাজ, মোঃ খায়রুল ইসলাম এবং আরিফুল ইসলামকে আজীবন সদস্য করা হয়।
রবিন হোসাইন খান এবং কে এম জুবায়ের কে সিনিয়র সহ-সভাপতি, তৌহিদুল ইসলাম, আরাফাত ভূঁইয়া, বেল্লাল হোসেন, রিছাল রেহমান, নুসরাত জাহান, বিপুল ত্রিপুরা, তায়িফা আক্তার, নিসরাত জাহান, জুবায়েদ সানি, আফাজ উদ্দিন, খিলাজ বিন আজিজ, শাহরিয়ার রাব্বি, সুশানো দোলা এবং আল আমিন চৌধুরীকে সহ-সভাপতি এবং শাকিল আহমেদ, খাইরুল ইসলাম, মেহেদী হাসান, তমাল আহমেদ, সুশানু ইসলাম, লিয়াকত ইসলাম, মোহতাসিম বিল্লাহ, নাজনীন নাহার, সুমাইয়া ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয় তনজির আহমেদ, আরিফুর রহমান, মুন্না বেপারী, ফারিহা তাহসিন, নজরুল ইসলাম খান, মাশরাফি জামান, মিসবা উল হক, জয়নাল আবেদীন, মোঃ সোহাগ, আশরাফুল ইসলাম, শাকিল রানা, এইচ এম ফাহিম, সানি কাজী এবং মোঃ সালমানকে।
সাঈদ মঈনকে দপ্তর সম্পাদক, রোকন উজ্জামানকে প্রচার সম্পাদক, মো: বোরহানকে অর্থ সম্পাদক, মিরাজুল ইসলামকে চিপাচাপা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, আবদুর রহমানকে ক্রাস দমন নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, শেখ সফিন হোসেনকে ছ্যাচ্রামি নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, জয়নাল আবেদীনকে প্রধান ফটক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, মেহরাজুল ইসলাম জিহাদকে কদমতলা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, মাসুদ ভুঁইয়াকে জলপাইতলা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, ফাহিম ফয়সালকে ছাতিম তলা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, কে.বি সাকিবকে বিজ্ঞান ভবনের কোণা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, মোঃ সজলকে ওরিয়েন্টেশন ক্লাস নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, সিফতকে ফ্লার্টিং নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, নাহিদ হাসানকে ভাইরাল বিষয়ন সম্পাদক, নিপুন রায়কে লাভ রোড নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, রেজবি হাসান রাতুলকে জাস্টফ্রেন্ড নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, রাব্বীহিমকে অশ্লীলতা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, সামীউলকে বাণিজ্য ভবনের কোণা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, আল ইমরানকে ফারুক চত্বর নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক, আরিফুল ইসলাম আসিফকে শহীদুল্লাহ্ চত্ত্বর নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক মহতাসিম বিল্লাহকে ইনবক্স নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক করা হয়।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ইসবাব ইমতিয়াজ বলেন, “বিভিন্ন গবেষণায় বলছে সিঙ্গেলরাই বেশি স্বাধীন জীবন কাটান মিঙ্গেলদের তুলনায়। এমনকি একা থাকার কারণে তারা স্বাস্থ্যগত বিভিন্ন সুবিধাও ভোগ করেন।এজন্যই সিঙ্গেল জীবনে মুক্তি মিলে।” এছাড়াও একজন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়ায় সে আরও বলেন “সিঙ্গেলরা আর্থিক জীবনে বেশি সচ্ছল জীবনযাপন করেন। যেহেতু জীবনে একাই আসা এবং একাই যাওয়া তাই প্রকৃত সিঙ্গেলরাই আসল জীবন উপভোগ করতে পারে”।
সাধারণ সম্পাদক গাজী মোমেনুর জানান, সিঙ্গেলই শক্তি, সিঙ্গেলই মুক্তি। সিঙ্গেলদের জীবনে চাপ কম থাকে। এটি কেবল সম্পর্কের কারণে নয়, আর্থিকভাবে তারা চাপমুক্ত থাকেন মিঙ্গেলদের তুলনায়। কারণ গবেষণায় বলছে যারা একা থাকেন তারাই বরং বেশি ভালোভাবে বাঁচেন। তিনি আরও বলেন, ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। বাঙলা কলেজের মাটি সিঙ্গেল সোসাইটির ঘাটি।