The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাঙলা কলেজে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

বাঙলা কলেজ প্রতিনিধি: রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি বাঙলা কলেজে ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আহমেদ হাসান আল বাক্বার, সহকারী অধ্যাপক করিমুন্নেসা কচি, সহকারী অধ্যাপক জিহান ফারিয়া এবং ছাত্র উপদেষ্টা মাসুম বিল্লাহ, এম সোহান হোসেন ও মোহাম্মদ শামীম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহেশপুর উপজেলার হামিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শৈলকুপা উপজেলার রেফাজ রহমান। হামিদুর রহমান সরকারি বাঙলা কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এবং রেফাজ রহমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম, তারিকুল ইসলাম, সোয়াইব আল গালিব, সিহাব রহমান, দিবস কুমার, দিপু সাহা, ফজলে রাব্বি এবং সজিব মন্ডল।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লাবিব হাসান, লিখন হোসেন, হাসান কবির, আশিকুর রহমান লিমন, সুজন হোসেন এবং আরোবি সিদ্দিকা।

সাংগঠনিক সম্পাদক পদে ইমন খান, আলামিন হোসেন জনি, মোঃ তানভীর, আফনান আশিক, তানজিম ওমর, বায়েজিদ মাহমুদ, সুমাইয়া আক্তার উমরা, ফাহিম আহমেদ, মোঃ ফয়জুল্লাহ, ও মোহাম্মদ বাপ্পারাজকে মনোনীত করা হয়েছে।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে সজল, উপ-প্রচার সম্পাদক হিসেবে মাহিন, দপ্তর সম্পাদক হিসেবে নোমান, উপ-দপ্তর সম্পাদক হিসেবে নাইম, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ইসমত আরা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সুমি, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে যারিন, উপ-অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে তপু, আপ্যায়ন সম্পাদক হিসেবে আবদুল্লাহ ইশতিয়াক, উপ-আপ্যায়ন সম্পাদক হিসেবে অনিক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে শুভ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে কুতুব, সমাজ সেবা সম্পাদক হিসেবে নয়ন রায়, উপ-সমাজ সেবা সম্পাদক হিসেবে তুশার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে সাব্বির, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে রিদয় ক্রীড়া সম্পাদক হিসেবে অলি, উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে আশা, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রাজন এবং উপ-সম্পাদক পদে আশিক মনোনীত হয়েছেন।

এ সম্পর্কে জানতে চাইলে সভাপতি হামিদুর রহমান বলেন, ‘এই সংগঠনটি ঝিনাইদহ জেলা হতে আগত বাঙলা কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রাণের সংগঠন, এটি আমাদের কাছে দ্বিতীয় পরিবারের মতো।’

সাধারণ সম্পাদক রেফাজ রহমান বলেন, ‘ঝিনাইদহ জেলা হতে সরকারি বাঙলা কলেজে পড়তে আসা শিক্ষার্থীদের নানাবিদ সমস্যা সমাধান যেমন – শিক্ষা, আবাসন, আর্থিক, টিউশন সহ সব ধরনের সহযোগিতা করা এবং পারস্পরিক আন্তঃসম্পর্ক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নই সংগঠনটির মূল লক্ষ্য।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.