The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪

বাঙলা কলেজে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভা আয়োজিত

বাঙলা কলেজ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত জুলাই-আগস্ট মাসে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের স্মৃতি স্মরণে সরকারি বাঙলা কলেজে স্মরণ সভা আয়োজিত হয়েছে।

সম্প্রতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরণসভা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশনা প্রদান করে শিক্ষা প্রশাসন।

শিক্ষা প্রশাসনের নির্দেশক্রমে আজ ২৭শে নভেম্বর (বুধবার) সকাল ১১:০০টায় সরকারি বাঙলা কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.কামরুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সরকারি বাঙলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শহীদ সাগর এর পিতা জনাব মো.তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী, প্রফেসর ড.গোলাম রাব্বানী, জনাব নাহিদা পারভীন।
আরও উপস্থিত ছিলেন বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী বেলাল হোসেন রাব্বির স্বজন সুলতান মাহমুদ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ মো. সাগর এর পিতা মো. তোফাজ্জেল হোসেন তার সন্তানের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন এবং আর কোন মা-বাবার বুক যেন খালি না হয় তেমন একটি রাষ্ট্র গঠনের আশাবাদ ব্যক্ত করেন। যে উদ্দেশ্যে শহীদগণ আত্মত্যাগ করেছেন সে উদ্দেশ্য যেন সফল হয় সেই আহ্বান জানান।

পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিধ্বনি আবৃত্তি সংসদ, বাঙলা মিউজিক ক্লাব ও বাঙলা কলেজ যুব থিয়েটার এর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.