বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আবু নাসের ত্বোহা।
বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি ফখরুল ইসলাম।
গত ৫ জানুয়ারি ছাত্রশিবিরের বাকৃবি শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি ফখরুল ইসলাম জানান, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোট প্রাপ্ত ফখরুল ইসলামের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।
পরবর্তীতে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম শাখা সেক্রেটারি মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে আবু নাসের ত্বোহাকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন শাখা সভাপতি ফখরুল ইসলাম।
সমাপনী সেশনে নূরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।