বাকৃবি এসোসিয়েট প্রফেসর’স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
বাকৃবি প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সহযোগী অধ্যাপকদের সংগঠন এসোসিয়েট প্রফেসর’স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মোহাম্মদ সায়েম সভাপতি এবং এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান সিদ্দিকী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সংগঠনের আহবায়ক ড. রাখী চক্রবর্ত্তী এবং সদস্য সচিব ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা সোনিয়া পারভীন, কোষাধ্যক্ষ কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিফাত আরা জান্নাত তমা, যুগ্ম-সম্পাদক সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. রায়হানা নাসরীন ফেরদৌসী, সাংগঠনিক সম্পাদক পশুপুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মমতা রানী দেবী, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া মনোনীত হয়েছেন।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- কৃষি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মৌসুমি আক্তার, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালিদ মাহমুদ, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মরিয়ম, কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফুয়াদ হাসান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো শরীয়ত-উল্লাহ, কৃষিতত্ত¡ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো শফিকুল ইসলাম।