The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাকৃবির সমাবর্তনে দুই পদক পেলেন শান্তা

২০১৬-১৭ সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগে ভর্তি হন বদরুন্নেছা শান্তা। পড়ালেখায় মনোযোগি এই ছাত্রী কৃষি অনুষদে তার ব্যাচে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে স্নাতক পাশ করে রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য মনোনীত হন। একই সঙ্গে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় পেয়েছেন বিশেষ সম্মাননা। রোববার (১২ জানুয়ারি) সমাবর্তনে তার হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়।

স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা প্রাপ্তির পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন শান্তা। তিনি বলেন, স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছি। কৃষি অনুষদে আমার ব্যাচে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের সুবাদেও পাচ্ছি পুরস্কার। স্নাতক শেষ করেই সঙ্গে সঙ্গে সমাবর্তন পাচ্ছি বলে আমার আনন্দটা আরও বেশি।

তিনি আরো বলেন, আমাদের ক্যাম্পাস খুব সুন্দর হলেও শুরুতে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে আমার খুব কষ্ট হয়েছে। নানা প্রতিকূল পরিবেশে পড়ালেখা চালিয়ে গেছি। প্রচণ্ড শীতেও অনেক সময় বাইরে বসে পড়তে হয়েছে। তবু ভালো ফল ধরে রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। ক্লাসে অনুপস্থিত ছিলাম না এক দিনও। পরীক্ষার আগের নির্ঘুম রাতগুলোর কথাও মনে পড়ছে।

শান্তা বলেন, আজকের এ অবস্থানের পেছনে আমার মা-বাবার অবদান অপরিসীম। শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা। তাঁরা সাহায্য না করলে আমি প্রতিকূলতা পেরোতে পারতাম না।

বদরুন্নেছা শান্তা এখন কীটতত্ত্ব বিভাগে স্নাতকোত্তর করছেন। ভবিষ্যতে গবেষণা ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে দেশের কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করতে চান তিনি।

বাকৃবির এবারের সমাববর্তনে স্নাতক পর্যায়ে ১৮ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ২০৪ জন পেয়েছেন স্বর্ণপদক। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় আরও ৪৯ জন পেয়েছেন বিশেষ সম্মাননা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.