বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক। এর আগে অধ্যাপক ড. জিয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক আশরাফুল হক হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই বছরের জন্য তাঁকে সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি।
অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদ থেকে স্নাতক এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি আর্জন করেন। তিনি জাপানের দি ইউনাইটেড গ্র্যাজুয়েট স্কুল অব এগ্রিকালচারাল সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২০০১ সালে বাকৃবিতে প্রভাষক হিসেবে হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ সালে সহকারি অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।