The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাকৃবির কৃষি প্রকৌশলীদের সম্প্রসারণ মাঠ সফর শুরু

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সম্প্রসারণ মাঠ সফর-২০২৪ এর কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের একটি কোর্সের আওতায় ওই সম্প্রসারণ মাঠ সফরের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ। কিশোরগঞ্জ জেলার দুইটি উপজেলায় ৬ দিনব্যাপী সফরটি শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।

সম্প্রসারণ সফরে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মোট ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীদের মোট দুইটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৪৭ জন করে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গ্রুপের সার্বিক দিকনির্দেশনা প্রদানের জন্যে দুইজন করে শিক্ষককে নিয়োজিত করা হয়েছে। একটি গ্রুপের সফরের স্থান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা এবং অন্যটি একই জেলার হোসেনপুর উপজেলায়।

প্রথম দিনে শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি ও সম্প্রসারণ বিষয়ক দপ্তর পরিদর্শন করে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভূমি ব্যবস্থাপনা দপ্তর, যুব উন্নয়ন দপ্তর, পল্লী উন্নয়ন দপ্তরসহ অন্যান্য দপ্তর পরিদর্শন করানো হয়।

সম্প্রসারণ মাঠ সফরে অন্য দিনগুলোতে শিক্ষার্থীদের উপজেলার বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্যদের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে। মাঠ পর্যায়ে কৃষির বিভিন্ন বিভাগের কাজগুলো কিভাবে সম্পন্ন করা হয় সে সকল বিষয়ে তারা হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যক্রম ও চলমান প্রকল্পগুলো সম্পর্কেও তাদের অবহিত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ওই ছয়দিনের সকল কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদনও তৈরি করতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.