The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

বাকৃবিতে স্বৈরাচার আমলে সংঘটিত অনিয়মের অভিযোগ গ্রহণ শুরু

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনসহ বিভিন্ন অসঙ্গতি নিয়ে অভিযোগ জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে তদন্ত কমিশন।

সোমবার (৯ ডিসেম্বর) তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তদন্ত কমিটির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি স্বৈরাচার সরকারের আমলে (জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) নিয়োগ, পদোন্নতি বা পর্যায়োন্নয়নে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা আর্থিক লেনদেনসহ প্রশাসনিক অসঙ্গতির শিকার হলে তদন্ত কমিটির কাছে অভিযোগ জানানো যাবে। এছাড়া, এ বিষয়ে কারও কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলেও তা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযোগকারীরা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অভিযোগ জমা দিতে পারবেন। অভিযোগ ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফরম পূরণ করে সরাসরি জমা দেওয়া অথবা পিডিএফ আকারে ইমেইলের মাধ্যমে পাঠানোর সুযোগ রাখা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান বলেন, জমাকৃত অভিযোগে অভিযোগকারীদের পরিচয় পূর্ণ গোপনীয়তার সাথে বিবেচনা করা হবে। অভিযোগের প্রেক্ষিতে যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি নিরসনে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে বিগত সাড়ে ১৫ বছরে বাকৃবিতে সংঘঠিত সব প্রকার দুর্নীতি, জুলুম-নির্যাতন এবং আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয় তদন্ত করার জন্য ২৬ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়। গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণতদন্ত কমিশন গঠনের বিষয়টি প্রকাশ করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.