বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
শনিবার (৩জুন) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যারয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বাকৃবির রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. সাদিকা শারমিন। আরো উপস্থিত ছিলেন বাকৃবি স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম, ড. মো. নাজমুল হক, মো. শাহ্ ফছি উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীর উচিত একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হওয়া। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্বেচ্ছসেবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন রয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে কমপক্ষে যেকোনো একটি সংগঠনের সাথে যুক্ত হওয়া উচিত। রোভার স্কাউট বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন। সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করতে সক্ষম হয়।
অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের একটি পরীক্ষা নেওয়া হয় এবং বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।