আমান উল্লাহ, বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) ডরমেটরিতে ওই ইফতার মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাব।
ইফতার মাহফিলে রোটার্যাক্ট ক্লাবের কাজি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং ইরফান খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মুহম্মদ নুরুল হায়দার, জিটিআইয়ের অধ্যাপক ড. মাসুমা হাবিব, কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড মো. নাহিদ সাত্তার এবং কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড মো. মাহবুবুর রহমানসহ রোটার্যাক্ট ক্লাবের অন্যান্য সদস্যরা।
ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. জালাল উদ্দীন।