The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪

বাকৃবিতে মাদরাসার শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত ‘দারুল কোরআন মুসলিম একাডেমি’ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দারুল কোরআন মুসলিম একাডেমির মাঠে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দারুল কোরআন মুসলিম একাডেমির সভাপতি প্রকৌশলী মো. আব্দুল সালেম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও স্থানীয় সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক ফরিদ আহমদ। এছাড়া বাকৃবির অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন বলেন, শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের স্বাক্ষর হিসেবে আজকে পুরষ্কার পেয়েছে। তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বড় মানের গবেষক হবে। মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানের অন্যতম উৎস ছিলো ইসলাম। তখন ইউরোপ, আমেরিকার দেশগুলো জ্ঞান-বিজ্ঞান, গবেষণা,চিকিৎসা সেবায় মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলোর শরণাপন্ন হতো। এখন গবেষণায় পশ্চিমা দেশগুলো অনেক এগিয়ে গেছে। পিছিয়ে পড়েছে মুসলিমরা। মুসলিমদের পূর্বের সেই সোনালীযুগে ফিরে আসতে আজকের ছোট শিশুদের ইসলামিক জ্ঞান ভালোভাবে অর্জন করতে হবে। শিক্ষার্থীদের সকল বিষয়ে পারদর্শী হতে হবে। শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধুলা করতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে দারুল কোরআন মুসলিম একাডেমির প্লে থেকে পঞ্চম শ্রেণিতে মেধাতালিকায় থাকা ৬০ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে একাডেমির শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি ৩৭ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে প্রথম ৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. বাকৃবিতে মাদরাসার শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

বাকৃবিতে মাদরাসার শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত ‘দারুল কোরআন মুসলিম একাডেমি’ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দারুল কোরআন মুসলিম একাডেমির মাঠে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দারুল কোরআন মুসলিম একাডেমির সভাপতি প্রকৌশলী মো. আব্দুল সালেম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও স্থানীয় সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক ফরিদ আহমদ। এছাড়া বাকৃবির অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন বলেন, শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের স্বাক্ষর হিসেবে আজকে পুরষ্কার পেয়েছে। তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বড় মানের গবেষক হবে। মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানের অন্যতম উৎস ছিলো ইসলাম। তখন ইউরোপ, আমেরিকার দেশগুলো জ্ঞান-বিজ্ঞান, গবেষণা,চিকিৎসা সেবায় মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলোর শরণাপন্ন হতো। এখন গবেষণায় পশ্চিমা দেশগুলো অনেক এগিয়ে গেছে। পিছিয়ে পড়েছে মুসলিমরা। মুসলিমদের পূর্বের সেই সোনালীযুগে ফিরে আসতে আজকের ছোট শিশুদের ইসলামিক জ্ঞান ভালোভাবে অর্জন করতে হবে। শিক্ষার্থীদের সকল বিষয়ে পারদর্শী হতে হবে। শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধুলা করতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে দারুল কোরআন মুসলিম একাডেমির প্লে থেকে পঞ্চম শ্রেণিতে মেধাতালিকায় থাকা ৬০ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে একাডেমির শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি ৩৭ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে প্রথম ৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন