আমান উল্লাহ, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, লক্ষীপুর, ফেনী) সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো মফিজুর রহমান জাহাঙ্গীর সভাপতি এবং অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ফাহিম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে।
রবিবার (২৬ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো জসিম উদ্দিন ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মেছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ পশুপুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক নাবিলা জালাল, যুগ্মসাধারণ সম্পাদক মো জিহাদ আল ফারুক, ফারহান ইশরাক ও মাহাদী আবসার তুর্য, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ, ইকবাল হোসেন ও মো সামসুল আরেফিন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ার, অর্থ বিষয়ক সম্পাদক মো সাইয়্যেদুল মুরছালিন, সমাজ কল্যাণ সম্পাদক মো মাসরুল আহসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফরান হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্যামা দেব নাথ, ছাত্রী বিষয়ক সম্পাদক মোরশেদা জাহান স্বপ্নীল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকসানা কবির জ্যোতি, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো আবদুল কাইয়ুম।
নতুন দায়িত্ব পেয়ে কমিটির সাধারণ সম্পাদক মেহেদী বলেন, বাকৃবিতে অধ্যয়নরত বৃহত্তর নোয়াখালী এর সবাই মিলে আমরা একটি পরিবার। পরিবারের সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। পূর্ববর্তী কমিটির সকলে অনেক দায়িত্ব ও নিষ্ঠার সহিত সমিতির কার্যক্রম সম্পাদন করে গেছে। বর্তমান কমিটি সমিতির সকলের সহোযোগিতায় সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং কিভাবে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করা যায় সে লক্ষ্যে কাজ করবে।