The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাকৃবিতে পোষা প্রাণীর পরজীবী রোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পোষা প্রাণীর পরজীবীঘটিত রোগ’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগীয় কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

প্যারাসাইটোলজি বিভাগের আয়োজনে এবং ট্রপিকাল কাউন্সিল ফর কম্পেনিয়ন এনিম্যাল প্যারাসাইটস (ট্রুক্যাপ) এর পৃষ্ঠপোষকতায় দুইদিন ব্যাপী কর্মশালায় দেশের বিভিন্ন স্থানে কর্মরত ভেটেরিনারিয়ানরা অংশগ্রহণ করছেন।

প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো আব্দুল আউয়াল, ট্রুক্যাপের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. টাউয়িন ইনপানকিউ। এছাড়া প্যারাসাইটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. শারমিন আক্তার রনিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

ড. আব্দুল আউয়াল বলেন, এই কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণর্থীরা পরজীবী রোগ বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে। পরজীবী রোগে আক্রান্ত পোষা প্রাণীর রোগ নির্ণয় ও চিকিৎসা জ্ঞান বৃদ্ধি হবে। পাশাপাশি পোষা প্রাণীর পরজীবীঘটিত রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য আহবান জানাই।

এসময় বাকৃবি উপাচার্য বলেন, পোষা প্রাণীর পরজীবীঘটিত রোগ অন্যান্য যে কোন রোগের চেয়ে মারাত্নক, যা জীবননাশ পর্যন্ত ঘটাতে পারে। গত ১০ বছরে দেশে পোষা প্রাণীর প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তাই এদের প্রতি যত্ন বাড়াতে হবে।

এই প্রশিক্ষণ কর্মশালা দেশে ভেটেরিনারি শিক্ষার প্রসার ঘটাতে সাহায্য করবে। এমন উদ্যোগ গ্রহণের জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।

You might also like
Leave A Reply

Your email address will not be published.