The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাকৃবিতে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনিযুক্ত লেকচারারের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে টিচিং-লার্নিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২৩ জন লেকচারার অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ছাজেদা আখতার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিচার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম। এছাড়াও জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, সমাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান আগের মতো নেই। আমাদের তথাকথিত স্বাধীনতার যথেষ্ট ব্যবহারের কারনেই সম্মান নষ্ট হয়েছে। সেটা যদি করে থাকি তাহলে আমাদের সম্মান বেশি দিন থাকবে না। এক সময় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সচিবের সমান বলে থাকি। কিন্তু সচিবের ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মেইনটেইন করতেছে কিনা ভেবে দেখতে হবে। তাদের অবস্থানে আমরা নিজেদের প্রস্তুত করতে পারছি কিনা। সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের অবস্থান তৈরি করে নিতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.