বাকৃবি প্রতিনিধি: সিন্ডিকেট সভায় ৩য় শ্রেণীর কর্মচারীদের পর্যায়োন্নয়নে বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তৃতীয় শ্রেণীর কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন । বুধবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী তারা এই কর্মবিরতি পালন করেন।
কর্মচারীদের লিখিত অভিযোগসূত্রে জানা যায়, ৩য় শ্রেণী কর্মচারীদের দ্বিতীয় পর্যায়োন্নয়ন ৩৩ শতাংশ হিসেবে ৩৭ জনের মধ্যে ১৩ জন পর্যায়োন্নয়ন পাওয়ার কথা। কিন্তু গত ৩১ ডিসেম্বর সিন্ডিকেটের মাধ্যমে ২০ শতাংশ হিসেবে ৭ জনকে পর্যায়োন্নয়ন প্রদানের সিদ্ধান্ত দেওয়া হয়। এছাড়াও স্নাতোকোত্তর পাশ ৩য় শ্রেণী কর্মচারীদের ২য় পর্যায়োন্নয়ন ৪ বছরের জায়গায় ৩ বছরে প্রদানের বিষয়ে গঠিত কমিটির সুনির্দিষ্ট সুপারিশ করা হয়। তবে সিন্ডিকেট বিষয়টি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সিদ্ধান্ত নেয়। যা ৩য় শ্রেনী কর্মচারীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের কারণ।
এমতাবস্থায় তিন দফা দাবী আদায়ের জন্য তারা এই কর্মবিরতির ডাক দেন। তাদের তিন দফা দাবীগুলো হলো – দ্বিতীয় পর্যায়োন্নয়ন ৩৩ শতাংশ এর স্থলে অফিসারদের ন্যায় ১০০ শতাংশ প্রদান করা, স্নাতোকোত্তর পাশ ৩য় শ্রেণীর কর্মচারীদের ২য় পর্যায়োন্নয়ন ৪ বছরের স্থলে ৩ বছরে প্রদান করা, বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মচারী মাস্টাররোল হতে স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন তাদের মাস্টাররোল থাকাকালীন সময়কাল গণনা করা।
এ বিষয়ে বাকৃবি ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি মো মোশারফ হোসেন বলেন, আমাদের বিভিন্ন দাবি নিয়ে রেজিস্ট্রারকে জানিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের যৌক্তিক দাবিগুলো না মেনে বিভিন্ন টলবাহানা শুরু করেছে। তিনি কর্মচারীদের কোন দাবি পূরণ করছে না। তাই আমরা এই রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে আজকে শান্তি সমাবেশ করেছি। যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্রার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। উপাচার্য মহোদয় আমাদের দাবিগুলো যৌক্তিক দাবিগুলো পূরণ করলে আমরা আন্দোলন তুলে নিবো। আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, এর আগে দাবী আদায়ের লক্ষ্যে গত ১১ ও ১৪ই জানুয়ারি পূর্ণ দিবস কলম বিরতি পালন করেন তারা। এছাড়া একই দাবিতে কারিগরি কর্মচারী সমিতি ১৮ জানুয়ারী অর্ধদিবস কর্মবিরতি পালন করবে।