বাকৃবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার
বাকৃবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (৬ মে) অনুষ্ঠিত হবে। আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৮৬৪৬ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে।
শুক্রবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো নজরুল ইসলাম।
তিনি বলেন, শনিবার (৬ মে) ‘খ’ ইউনিটের পরীক্ষায় ৮৬৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বাকৃবির মোট ১৭৭টি কক্ষে এবারের ‘খ’ ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাকৃবিতে ১২ মে ‘ক’ বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ‘গ’ ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।