The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের শান্তি সমাবেশ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে চলা বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি ও ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি রোধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এই শান্তি সমাবেশ কর্মসূচি বাস্তবায়ন করে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি। আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশের সভাপতি অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ , সাধারণ সম্পাদক ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. পূর্বা ইসলাম , অধ্যাপক ইয়াহিয়া খন্দকার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও বাকৃবি শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকরা হচ্ছে। এর প্রতিবাদে আমাদের এই শান্তি সমাবেশ। একটা মহল বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার অপরাজনীতি এবং অরাজকতার জায়গা নেই। আমরা অপরাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শান্তি ও শিক্ষার পরিবেশ বজায় থাকুন । শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমাদেরকে প্রতিহত করতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.