The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধিঃ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক টকশোতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষক অধ্যাপক ড. জাকির হোসেনকে তার গবেষণামূলক কাজের কারণে প্রশ্নবিদ্ধ করা এবং অপেশাদারসূলভ আচরণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. গোলাম ফারুক, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পূর্বা ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. তানভীর রহমান, প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. হামিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ।

মানববন্ধনে বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক প্রতিবেদন শুধুমাত্র সস্তা জনপ্রিয়তার জন্যই, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে নয়। এ ধরনের প্রতিবেদন দেশের জন নিরাপত্তা সংক্রান্ত গবেষণা খাতকে অস্থিরতা ও নিরাপত্তাহীনতায় ফেলে দেয় যা বিজ্ঞানী ও গবেষকবৃন্দের কর্মস্পৃহা নষ্ট করে দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকদলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো গবেষণাকে প্রশ্নবিদ্ধ করা মানে বিশ্ববিদ্যালয়ের কাজের মানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা ওই টেলিভিশন চ্যানেলের এ ধরনের অনুষ্ঠানের এবং তাদের অজ্ঞতাস্বরূপ আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অধ্যাপক জাকির এবং তার বৈজ্ঞানিক দল তথা জাতির কাছে দুঃখ প্রকাশের দাবি জানাচ্ছি।

একই ঘটনায় এর আগে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন শাখা। এছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে প্রতিবাদ জানিয়েছে বাকৃবির আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল, কৃষি অনুষদ ছাত্র সমিতি, পশুপালন অনুষদ ছাত্র সমিতি এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.