The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগের সনদ বিতরণী অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর এমএস স্টুডেন্টস ইন এগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলনে কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফ হোসেন খান রবিনের সভাপতিত্বে ও বিভাগের প্রভাষক উম্মে সুমাইয়া শাম্মীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘এগ্রোমেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট’ প্রজেক্টের প্রধান শাহ কামাল খান। এছাড়া ছাত্র বিষয়য়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামসহ এগ্রোমেটিওরোলজি বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত ৪৬ জন শিক্ষার্থীদের জন্য কৃষিজ স্ট্যাটিক্যাল প্যাকেজ প্রশিক্ষণ আয়োজন করে এগ্রোমেটেরিওলজি বিভাগ। এর মধ্যে জুলাই সেশনে ২৫ জন ও আগস্ট সেশনে ২১ জন অংশগ্রহণ করেন। প্রতি সেশনে ৮ দিনব্যাপী কর্মশালায় মিনিট্যাব, আর ও এসপিএসএস বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, কৃষি আবহাওয়া বিভাগ চালু করতে বাকৃবিকে পছন্দ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এটি একটি জীবন ঘনিষ্ঠ প্রশিক্ষণ। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান চর্চার মাধ্যমে অব্যাহত রাখতে হবে। । পরবর্তীতে উচ্চতর প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় সহায়তা করবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.