বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ছাত্রী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেয়েদের ফাইনাল খেলায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদকে ১-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ছেলেদের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ডিন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. আবুল মনসুর, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মোস্তাইন কবীর (সোহেল)। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, অত্যন্ত সুন্দর এবং প্রতিযোগিতামূলক দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আগামীতেও এরকমভাবে সুন্দর এবং প্রতিযোগিতামূলক খেলা আয়োজন করে বাকৃবিতে সুষ্ঠু ও প্রাণবন্ত পরিবেশ বজায় রাখতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় খেলায় বাকৃবি ভাল অবস্থানে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।