The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাউয়েট ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত

বাউয়েট প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ডিবেটিং সোসাইটির নতুন কমিটি প্রকাশ করা হয়েছে।

বাউয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বাউয়েটের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.) এবং বাউয়েট ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন আইসিই বিভাগের লেকচারার মুর্শিদা নুসরাত ডেলা।

বাউয়েট ডিবেটিং সোসাইটির নতুন কমিটিতে সেক্রেটারি পদে সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ, এ্যাসিসটেন্ট সেক্রেটারি পদে উৎসব রায় দীপ্ত কে দায়িত্ব দেয়া হয়েছে।

জয়েন্ট সেক্রেটারি হিসেবে সাদিয়া ফাহমিদা সানিয়া এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে মোঃ শাফায়াত হোসেন কে দায়িত্ব দেয়া হয়েছে।

অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আইরিন জাহান আখি, ট্রেজারার পদে মোঃ বিয়াজ উদ্দিন বন্ধন, চিফ এক্সিকিউটিভ অব ইভেন্ট প্লানিং পদে তানিয়া সুলতানা মিম, চিফ এক্সিকিউটিভ অব হিউম্যান রিসোর্স পদে মারজিয়া আক্তার রিথী, চিফ এক্সিকিউটিভ অব মিডিয়া এন্ড পাবলিকেশন্স পদে মেহবুবা জান্নাত মীম, চিফ এক্সিকিউটিভ অব আইটি পদে কাজী সুমাইয়া নাইস, চিফ এক্সিকিউটিভ অব কালচারাল এক্টিভিটিস পদে মোঃ রুবেল ইসলাম, এক্সিকিউটিভ অব ইভেন্ট প্লানিং পদে আল-আমিন, এক্সিকিউটিভ অব হিউম্যান রিসোর্স পদে কথা দাস পূজা, এক্সিকিউটিভ অব মিডিয়া এন্ড পাবলিকেশন্স পদে মোঃ নাজমুছ সা-দাত চৌধুরী, এক্সিকিউটিভ অব আইটি পদে তামান্না ফজিলা তাকি, এক্সিকিউটিভ অব কালচারাল এক্টিভিটিস পদে মেহেরীন জামান মৌ কে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্টে একজনকে এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এলএলবি বিভাগে শেখ মো: মাহমুদ হোসেন, সিএসই বিভাগে মায়িশা ফাহমিদা রহমান মিতা, সিই বিভাগে মোঃ আশিকুর রহমান, আইসিই বিভাগে মাসুম বিল্লাহ, ইইই বিভাগে মোঃ নাজমুছ সা-দাত চৌধুরী, ইংরেজি বিভাগে সিনাতুন মনিরা মৌমী, বিবিএ বিভাগে হৃদিতা রাজ্জাক এবং এমই বিভাগে আবতাহী খালেদ হায়াত ফারিয়ান কে ডিপার্টমেন্টে এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও জেনারেল মেম্বার হিসেবে আরও অনেক শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে।

বাউয়েট ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা এবং মনন বিকশিত করার লক্ষ্যে বাউয়েট ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছে। বির্তক চর্চা একটি শিল্প, এই বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাকে আরও শানিত করার সুযোগ পায়। তিনি প্রত্যাশা করেন নবগঠিত কমিটি তারা আরো সুচারু রুপে কার্যক্রম পরিচালনা করবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.