The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাউয়েটের ২১তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাউয়েট প্রতিনিধিঃ আজ ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২১তম একাডেমিক কাউন্সিল সভা সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।

একাডেমিক কাউন্সিল সভায় ২০তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, সামার ২০২৩ সেমিস্টারের ভর্তি বিবরণী উপস্থাপন, সামার ২০২২ সেমিস্টার এর সকল বিভাগের (ব্যবসা প্রশাসন ৬ষ্ঠ ব্যাচ ব্যতীত) ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদন, শিক্ষকদের উচ্চ শিক্ষার জন্য ভর্তি ও শিক্ষাছুটির আবেদন অনুমোদন, শিক্ষকদের গবেষণা, ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণে আর্থিক সহযোগিতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশনের নির্দেশনা অনুযায়ী ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের সামার সেমিস্টার ২০২৩ থেকে আউট কাম বেইজড এজুকেশন কারিকুলাম অনুসরনের অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ মোঃ শামীম হোসেন, সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য-রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন এবং অন্যান্য সদস্যবৃন্দ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.