শাফায়াত হোসেন বাউয়েটঃ আজ বুধবার (১১ জানুয়ারি) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দিনব্যাপী শিক্ষা সফরের অংশ হিসেবে নাটোরের প্রাণ আরএফএল কোম্পানীর একডালা কারখানা পরিদর্শন করে।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ এর তত্ত্বাবধানে শিক্ষাসফরের মাধ্যমে পাঁচটি ব্যাচের ১২৫জন শিক্ষার্থী সরেজমিনে কারখানার বিভিন্ন ইউনিটের পণ্য উৎপাদনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় যেমন- কাঁচামাল যোগান, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, বন্টন, বিপণন প্রক্রিয়া সম্পর্কে জানার এবং দেখার সুযোগ পেয়েছে।
উক্ত পরিদর্শনের সময় ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সায়মা আশরাফি, মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং শেখ তৌফিকুল ইসলাম, প্রাণ কোম্পানির নাটোর প্লান্টের জেনারেল ম্যানেজার মোঃ হযরত আলী, হেড অব এডমিন মোঃ জুলফিকার হায়দার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জুয়েল রানা, উপস্থিত ছিলেন। কর্মকর্তাবৃন্দ কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
পরে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ প্রাণ কোম্পানীর নাটোর প্লান্টের জেনারেল ম্যানেজার মোঃ হযরত আলী-কে ক্রেস্ট প্রদান করেন।