মোঃ শাফায়াত হোসেন (বাউয়েট প্রতিনিধি)বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর বড়াল হলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির বড়াল হলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো: মোস্তফা কামাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব:), রেজিস্টার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম হোসেন (অব:), বড়াল হলের প্রভোস্ট ড. মোঃ সাজ্জাদ হোসেন। এসময় বিভিন্ন বিভাগের ডীন ও বিভাগীয় প্রধান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন।
বাউয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অমিতের সঞ্চালনায় আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।