ডেস্ক রিপোর্ট: আবারও এক তরুণ ক্রিকেটারের অকাল মৃত্যু ঘটল। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফির একটি ম্যাচ খেলার সময় অসুস্থ বোধ করেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার ইমরান প্যাটেল। একপর্যায়ে মাঠে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ইমরানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।
গতকাল বৃহস্পতিবার মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে স্থানীয় ওই টি-টোয়েন্টি লিগে ইয়ং একাদশের মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার। টস হেরে ব্যাট করতে নামা লাকি বিল্ডার্সকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ইমরান প্যাটেল। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে হাঁকান বাউন্ডারি। সতীর্থ আর সমর্থকেরা যখন আনন্দে উদ্বেলিত, তখনই অসুস্থ বোধ করেন ইমরান।
১৮ বলে ৩ চারে ২২* রান করা ইমরান আম্পায়ারকে জানান, তাঁর ঘাড় ও হাতে ব্যথা করছে। ওষুধ খাওয়ার জন্য আম্পায়ারের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতিও চান। আম্পায়ার তাঁকে অনুমতি দিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন ইমরান। সতীর্থরা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দ্রুত সময়ের মধ্যে ইমরানকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। সবাইকে স্তব্ধ করে দিয়ে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। ইমরানের মৃত্যুতে ম্যাচ স্থগিত করা হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অল-রাউন্ডার ইমরানের স্বাস্থ্য ভালো ছিল। শারীরিকভাবেও ফিট ছিলেন। এরপরও কীভাবে হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হলো- সেটা সবাইকে ভাবাচ্ছে। ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিও সামনে আসছে।