মাভাবিপ্রবি প্রতিনিধিঃ গত বছর ১৮ ই মে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। বাইক দুর্ঘটনায় অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শারমিন আক্তার নিশা। সেদিন বন্ধুদের সাথে বাইকে ঘুরতে বের হয়েছিলেন তিনি। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে জ্ঞান হারিয়ে ফেলেন। অতঃপর টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটাল থেকে ঢাকা মেডিকেল কলেজের যাত্রাপথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের নেমে আসে শোকের ছায়া।
আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। অর্থনীতি বিভাগের পক্ষ থেকে তার জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.সঞ্জয় কুমার সাহা বলেন, “শারমিন আমাদের বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এভাবে চলে যাওয়া আমাদের জন্য খুবই বেদনাদায়ক। তাকে স্মরণে রাখার জন্য কিছু উদ্যোগ করতে চায় অর্থনীতি পরিবার।”
এসময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।। তারা সকলেই শারমিনের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।