রাবি প্রতিনিধি: ২০২৩ সালের বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ১১টি ক্যাটাগরিতে মোট ১৬ গুণীজন এ পুরস্কার পেয়েছেন।
এতে প্রবন্ধ/গবেষণা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও কবি জুলফিকার মতিন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবন্ধ/গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার অভিনন্দন জানিয়ে বলেন, ‘কবি জুলফিকার মতিন তাঁর কাব্য প্রতিভার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর প্রতিভার এই স্বীকৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। উপাচার্য অধ্যাপক জুলফিকার মতিনের সুস্বাস্থ্য প্রত্যাশা করেন।’
ফজলে রাব্বী পরশ/