যবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন এসোসিয়েশনের (বাফনা) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি(এপিপিটি) বিভাগের শিক্ষার্থী মো: পল্লব হোসেনকে আহ্বায়ক এবং নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি(এনএফটি) বিভাগের শিক্ষার্থী মো: সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ মার্চ) বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি মো:মেহেদী হাসান হাওলাদার ও সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস হাওলাদার(আপন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এপিপিটি বিভাগের শিক্ষার্থী গোপাল কুমার কুন্ডু ও রাহাত খান এবং এনএফটি বিভাগের শিক্ষার্থী সামিয়া তাবাসসুম তীয়া। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হলো।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো:পল্লব হোসেন বলেন, এই সংগঠনের সাথে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছি। এটি বাংলাদেশের সকল স্তরের জনগনের জন্য কাজ করে যাচ্ছে। সাধারণ জনগন ও শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সম্পর্কে অবগত করা, খাদ্যের মান উন্নয়নের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি প্রোগ্রাম করে যাচ্ছে নিয়মিত। সর্বদা খাদ্য বিষয়ে মানুষকে সচেতন ও বিভিন্নভাবে সাহায্য করে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।